নরসিংদীতে ৩৪১ জন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে নিয়োগ পেতে যাচ্ছেন। আগামী ২২ জানুয়ারি তারা একযোগে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. বায়েজীদ খানের কাছে নিয়োগপত্র জমা দেবেন। পরদিন ২৩ জানুয়ারি তাদেরকে মেধানুসারে শূন্য পদে এবং সরকারি প্রাক প্রাথমিক সৃষ্ট পদে নিয়োগ দেয়া হবে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. বায়েজীদ খান জানিয়েছেন, এদের মধ্যে মেধা অনুসারে শূন্য পদে নিয়োগ পাবেন ১৬৯ জন। বাকি ১৭২ জনকে সরকারিভাবে সৃষ্ট প্রাক প্রাথমিক পদে নিয়োগ দেয়া হবে।
তিনি আরও জানান, কেন্দ্রীয়ভাবে মন্ত্রণালয়ের সিদ্ধান্তে তাদের দুই ক্যাটাগরিতে নিয়োগ দেয়া হবে। তবে সবার নিয়োগই রাজস্বখাতে। পোস্টিংয়ের ব্যাপারে কারও কোনো তদবির গ্রহণযোগ্য হবে না। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক আমরা প্রত্যেক প্রার্থীর নিকটতম স্থানে কোনো স্কুলের শূন্য পদে নিয়োগ দেয়ার ব্যবস্থা নিয়েছি। কাউকে তার নিকটস্থান বাদ দিয়ে দূরের কোথাও দেয়ার সুযোগ নেই। কেউ চাইলেই দূরের কোনো লোককে প্রার্থীর বাড়ির কাছের স্কুলের শূন্য পদে দিয়ে তাকে শহরে দেয়া যাবে না।