নাব্যতা সংকটে ফেরি বন্ধ চিলমারী-রৌমারী নৌ-রুটে - দৈনিকশিক্ষা

নাব্যতা সংকটে ফেরি বন্ধ চিলমারী-রৌমারী নৌ-রুটে

দৈনিক শিক্ষাডটকম, কুড়িগ্রাম |

দৈনিক শিক্ষাডটকম, কুড়িগ্রাম : উদ্বোধনের দেড় মাসের মাথায় ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে চিলমারী-রৌমারী নৌ-রুটে। ব্রহ্মপুত্র নদে নাব্যতা সংকটের কারণে গত শুক্রবার ওই দুই রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। পারাপারের অপেক্ষায় রয়েছে শত শত পণ্যবাহী গাড়ি।

খোঁজ নিয়ে জানা গেছে, এই নৌরুটের চারটি স্থানে সৃষ্টি হয়েছে নাব্যতা সংকট। দ্রুত ড্রেজিং করা না হলে অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। 

জানা গেছে, গত ২০ সেপ্টেম্বর উদ্বোধনের পর কুঞ্জলতার যাত্রা শুরুর মাধ্যমে চিলমারী-রৌমারী নৌরুটে ফেরি পরিষেবা চালু হয়। তারপর চাহিদা বৃদ্ধি পাওয়ায় রুটটিতে দ্বিতীয় ফেরি বেগম সুফিয়া কামাল যুক্ত করা হয়। কিন্তু এক মাস যেতে না যেতেই নাব্যতা সংকট দেখিয়ে গত ২৯ অক্টোবর বেগম সুফিয়া কামাল ফেরিটি সরিয়ে নেয়া হয়। এতে যাত্রীদের ভোগান্তি বেড়ে যায়। দুর্ভোগ দূর করতে নৌ-কর্তৃপক্ষ গত ৪ নভেম্বর চিলমারী-রৌমারী নৌরুটে যুক্ত করে কদম নামে একটি ফেরি। এর মাত্র কয়েক দিনের মাথায় নাব্যতা সংকটের কারণে গত শুক্রবার থেকে দুটি ফেরি চলাচলই বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। 

কুঞ্জলতা ফেরির মাস্টার অফিসার মো. রেজাউল ইসলাম দৈনিক আমাদের বার্তাকে বলেন, নাব্যতা সংকটের কারণে গত কয়েকদিন ধরে ঝুঁকি নিয়ে ফেরি চলানো হলেও বর্তমানে আর সম্ভব হচ্ছে না, তাই কর্তৃপক্ষের সিন্ধান্ত অনুযায়ী আপাতত ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।  

এদিকে ফেরি চলাচল বন্ধ হয়ে পড়ায় চিলমারী ও রৌমারী ঘাটে পারাপারের অপেক্ষায় থাকা পণ্যবাহী গাড়ি নিয়ে বিপাকে পড়েছেন ব্যবসায়ী ও চালকরা। 

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, চিলমারী-রৌমারী নৌ-রুটের চিলমারী এলাকার রমনা মডেল ইউনিয়নের ব্যাংকমারা ও রাণীগঞ্জ ইউনিয়নের  ফকিরেরহাট ও রৌমারী উপজেলার বলতমারী ও রৌমারী ঘাটের কাছে নাব্যতা সংকট দেখা দিয়েছে। সৃষ্টি হয়েছে ডুবোচরের। নিয়মিতভাবে ড্রেজিং না করায় নৌপথটি সচল থাকছে না। 

এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চিলমারী ঘাটের ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান বলেন, নাব্যতা সংকটের কারণে আপাতত ফেরি দুটি চলাচল বন্ধ রাখা হয়েছে। ড্রেজিং করলে, নদীতে পানি হলে আবারো ফেরি চলাচল শুরু হবে।

যেসব চাকরির পরীক্ষা স্থগিত - dainik shiksha যেসব চাকরির পরীক্ষা স্থগিত কোটা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসছে সরকার - dainik shiksha কোটা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসছে সরকার উত্তরায় গুলিতে ২ শিক্ষার্থী নিহত - dainik shiksha উত্তরায় গুলিতে ২ শিক্ষার্থী নিহত ছাত্রলীগ আক্রমণ করেনি, গণমাধ্যমে ভুল শিরোনাম হয়েছে - dainik shiksha ছাত্রলীগ আক্রমণ করেনি, গণমাধ্যমে ভুল শিরোনাম হয়েছে সহিংসতার দায় নেবে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন - dainik shiksha সহিংসতার দায় নেবে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জবিতে আজীবনের জন্য ছাত্র রাজনীতি বন্ধের আশ্বাস প্রশাসনের - dainik shiksha জবিতে আজীবনের জন্য ছাত্র রাজনীতি বন্ধের আশ্বাস প্রশাসনের মোবাইল ইন্টারনেট বন্ধের কারণ জানালেন পলক - dainik shiksha মোবাইল ইন্টারনেট বন্ধের কারণ জানালেন পলক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে please click here to view dainikshiksha website Execution time: 0.0036489963531494