পিরোজপুরের নাজিরপুরে এসিল্যান্ডের জমির নামজারিতে ঘুষের টাকা নির্ধারণ করার অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন।
সোমবার ঘটনা তদন্তের জন্য স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালককে প্রধান করে এ কমিটি গঠন করা হয়। এদিকে, ভাইরাল হওয়া নাজিরপুরের এসিল্যান্ডের প্রত্যাহার চায় স্থানীয়রা।
এর আগে গত রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নাজিপুরের এসিল্যান্ড মো. মাসুদুর রহমান ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাদের নামজারিতে ঘুষের টাকা নেয়ার নির্দেশনা দিয়ে বক্তব্য রাখেন। পরে সে বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
অডিওতে ওই এসিল্যান্ড মাসুদুর রহমানকে কর্মকর্তাদের জমির নামজারি করতে সরকার নির্ধারিত ফি ১ হাজার ১৭০ টাকার জায়গায় ৬ হাজার টাকা করে নেয়ার নির্দেশনা দিতে শোনা যায়। অতিরিক্ত এই টাকা না দিলে দিনের পর দিন ঘুরলেও মেলে না সেবা, মিলবে না বলেও জানান তিনি।