বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নিখোঁজ এম ইলিয়াস আলীর সন্ধান এখনো পাওয়া যায়নি। এমনকি ইলিয়াস আলীকে পাওয়ার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব ছড়ানো হচ্ছে বলে দাবি করেছেন ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা।
রোববার (২৫ আগস্ট) সিলেট জেলা ও মহানগর বিএনপি আয়োজিত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় তাহসিনা রুশদীর লুনা বলেন, ‘ইলিয়াস আলী আবারও আমাদের মাঝে ফিরে আসবেন, আমরা সে বিশ্বাস নিয়ে বেঁচে আছি। তিনি যদি ফিরে আসেন তাহলে আমরা জানাব। শুরু থেকেই অনেকে নানা বিভ্রান্তিকর তথ্য দিয়ে আসছেন। যার যার মতো করে কথা বলছে। এ বিষয়ে কিছু বলতে চাই না।’
সম্প্রতি ভাইরাল হওয়া এক পুলিশ কর্মকর্তার ভিডিও বার্তা প্রসঙ্গে তিনি বলেন, ফেসবুকে বিভিন্ন সময় বিভিন্ন কথা ওঠে যেগুলোর সবকিছু সত্য নয়। তাই এই বিষয়টিও বিশ্বাস করছি না। তবে আমরা পরিবারের সবাই তাকে পাওয়ার জন্য এখনও অপেক্ষায় রয়েছি। আশাকরি তিনি আবারও সবার মাঝে ফিরে আসবেন। আমরা এখনও ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার অপেক্ষায় রয়েছি।’
প্রসঙ্গত, ২০১২ খ্রিষ্টাব্দের ১৭ এপ্রিল রাজধানীর বনানীর বাসায় ফেরার পথে গাড়িচালক আনসার আলীসহ নিখোঁজ হন বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা বিএনপির সভাপতি এম ইলিয়াস আলী। এরপর কেটে গেছে এক যুগেরও বেশি সময়। ইলিয়াস আলী জীবিত না মৃত সে খবর কেউ দিতে পারেনি দীর্ঘ এই সময়ে। স্বামীকে ফিরে পেতে সন্তানদের নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ছুটে গিয়েছিলেন ইলিয়াস পত্নী তাহসিনা রুশদীর লুনা। ইলিয়াসের তথ্য জানতে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েও তিনি স্বামীর সন্ধান পাননি।