নিজের পদোন্নতি সভায় নিজেই সভাপতিত্ব করলেন কুবি শিক্ষক - দৈনিকশিক্ষা

নিজের পদোন্নতি সভায় নিজেই সভাপতিত্ব করলেন কুবি শিক্ষক

কুবি প্রতিনিধি |

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ড. বনানী বিশ্বাস নিয়মনীতির তোয়াক্কা না করে নিজের পদোন্নতি সংক্রান্ত সভায় নিজেই সভাপতিত্ব করেছেন। গত ৭ ডিসেম্বর নিজ বিভাগের প্ল্যানিং কমিটির সভায় তিনি সভাপতিত্ব করেন। যে সভায় ড. বনানী বিশ্বাসের অধ্যাপক পদে পদোন্নতি সংক্রান্ত আলোচনা হয়। পদাধিকার বলে তিনি প্ল্যানিং কমিটির সভাপতি।

মূলত ড. বনানী বিশ্বাসকে সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক পদে পদোন্নতি দেওয়ার জন্য সভাটি আহ্বান করা হয়েছিল।

নিজের পদোন্নতি সংক্রান্ত সভায় নিজেই সভাপতিত্ব করা নৈতিকতা পরিপন্থী কি না জানতে চাইলে সহযোগী অধ্যাপক ড. বনানী বিশ্বাস বলেন, ‘এটি নিয়মের মধ্যেই হয়েছে। আমি না থাকলে প্ল্যানিংটা দেখবে কে? তবে আমি (নিজের পদোন্নতির) আলোচনায় অংশগ্রহণ করিনি।’

আলোচনায় অংশগ্রহণ না করলেও সভায় উপস্থিত থাকতে পারেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমি এখানে বসবো নাকি ওইখানে বসবো এটা আমাদের ইন্টারপার্সোনাল রিলেশনশিপের বিষয়।’

তবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. দিল আফরোজা বেগম বলেছেন, ‘কমিটির কোনো সদস্যের স্বার্থ সংশ্লিষ্ট আলোচনা থাকলে তার বিষয়টা আলোচনার সময় তাকে সভা থেকে সরে যেতে হয়। আলোচনা শেষে পুনরায় সভায় যোগ দিতে পারেন।’

 

এ বিষয়ে বক্তব্য জানতে কুবি উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈনের মোবাইল ফোনে একাধিকবার কল করে কোনো সাড়া পাওয়া যায়নি। তবে এ প্রসঙ্গে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, ‘আমি তো আর কোনো সিদ্ধান্ত দিতে পারব না, তবে যদি উপাচার্য কোনো মিটিং ডাকে তাহলে সেখানে আমি কথা বলতে পারব।’

এদিকে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ড. বনানী বিশ্বাসের বিরুদ্ধে এর আগে শিক্ষার্থীরাও একাধিক অভিযোগ করেছিলেন। গত ২৪ আগস্ট তার বিরুদ্ধে শিক্ষার্থীদের হেনস্তা করাসহ বিভিন্ন অভিযোগ এনে উপাচার্য বরাবর চিঠি দিয়েছেন বিভাগটির শিক্ষার্থীরা। অভিযোগে শিক্ষার্থীরা বলেছেন, বিভাগীয় প্রধান তাদের সঙ্গে বিভিন্ন সময় দুর্ব্যবহার করেন। কোনো বিষয়ে তার কক্ষে দেখা করতে গেলে বিরূপ আচরণ করেন। প্রায় সময়ই ‘হু আর ইউ’ বলে শ্রেণিকক্ষ থেকে শিক্ষার্থীদের বের করে দেন।

এসএসসির ফরম পূরণ শুরু ১ ডিসেম্বর - dainik shiksha এসএসসির ফরম পূরণ শুরু ১ ডিসেম্বর পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের গল্প - dainik shiksha পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের গল্প বিসিএসে আনুকূল্য পেতে যেচে তথ্য দিয়ে বাদ পড়ার শঙ্কায় - dainik shiksha বিসিএসে আনুকূল্য পেতে যেচে তথ্য দিয়ে বাদ পড়ার শঙ্কায় বিজ্ঞপ্তি ছাড়াই ছাত্রলীগ নেতাকে উপাচার্যের পিএস নিয়োগ - dainik shiksha বিজ্ঞপ্তি ছাড়াই ছাত্রলীগ নেতাকে উপাচার্যের পিএস নিয়োগ ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ - dainik shiksha ৬ষ্ঠ ও ৮ম শ্রেণির বাদপড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের সুযোগ জাল সনদে চাকরি করছেন এক বিদ্যালয়ের সাত শিক্ষক - dainik shiksha জাল সনদে চাকরি করছেন এক বিদ্যালয়ের সাত শিক্ষক কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক ছাত্র আন্দোলনে নি*হত ৯ মরদেহ তোলার নির্দেশ - dainik shiksha ছাত্র আন্দোলনে নি*হত ৯ মরদেহ তোলার নির্দেশ please click here to view dainikshiksha website Execution time: 0.0060000419616699