নির্বাচন কমিশনকে ‘ব্যর্থ’ আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। একইসঙ্গে সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির প্রবর্তন ও বিদ্যামান রাজনৈতিক সংকট উত্তরণে সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছেন দলটির নেতারা। এসব দাবিতে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন দলটির জেলা কমিটির নেতারা। শুক্রবার দুপুরে কেন্দ্রীয় মসজিদ সামনে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।
ইসলামী আন্দোলন জেলা কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হাসানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা কমিটির উপদেষ্টা আ. বাকী, যুব আন্দোলনের সহসভাপতি নাজমুল হাসান, ছাত্র আন্দোলনের সহসভাপতি মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আমির হাজমাসহ অনেকে।
সমাবেশে বর্তমান সরকারের কঠোর সমালোচনা করেন বক্তরা। তারা নির্বাচন কমিশনকে ব্যর্থ বলেও আখ্যা দেন। কমিশন বাতিল করে সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির প্রবর্তন, বিদ্যামান রাজনৈতিক সংকট উত্তরণে সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচন আয়োজন করার দাবি জানান তারা।