দৈনিকশিক্ষাডটকম, ভোলা : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো কেন্দ্রে ভোট কারচুপির অভিযোগ উঠলে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসারকে সাসপেন্ড করা হবে। মঙ্গলবার সন্ধ্যায় ভোলার জেলা প্রশাসক কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা,আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, প্রার্থী এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান।
তিনি বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রিজাইডিং কিংবা সহকারী প্রিজাইডিং কর্মকর্তার বিরুদ্ধে কারচুপির কোনো অভিযোগ পেলে কেন্দ্রের ভোট বাতিলসহ তাদেরকে সাসপেন্ড করা হবে।
উপনির্বাচনে লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়ায় যাদের দায়িত্বে অবহেলা ছিলো তাদেরকেও চাকরিচ্যুত করা হবে বলেও জানান এই ইসি।
নির্বাচন কমিশনার বলেন, আমরা আমাদের কর্মকর্তাদের দ্বায়বদ্ধতা বাড়ানোর পাশাপাশি পদক্ষেপের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন আয়োজনে সব কিছু নিয়ন্ত্রণে রাখতে কাজ করে যাচ্ছি।