সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সন্ধ্যা নদীতে ইলিশ শিকার করায় পিরোজপুরের কাউখালীতে তিন জেলেকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. বায়েজিদুর রহমানের ভ্রাম্যমাণ আদালত তাদের এ সাজা দেয়। আর তাদের কাছ থেকে জব্দকৃত ৫ কেজি ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।
জানা যায়, কাউখালীর নৌ পুলিশ সন্ধ্যা নদীতে অভিযান পরিচালনা করে আমরাজুড়ি এলাকায় ইলিশ ধরায় নেছারাবাদ উপজেলার ব্যাসকাঠি গ্রামের হিরন শেখ (৩০), কাউখালী উপজেলার গন্ধবপুর আবাসনের স্বপন সরদার (৪০) ও একই এলাকার স্বজল মাঝিকে (২১) আটক করে।
পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে প্রত্যেককে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড দেয়া হয়।