সরকারি নিয়ম অমান্য করে স্কুলের সহকারী প্রধানকে বাদ দিয়ে একজন জুনিয়র সহকারী শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়ার অভিযোগ উঠেছে সদ্য বিদায়ী প্রধান শিক্ষকের বিরুদ্ধে। রংপুরের পীরগাছা উপজেলার পাঠক শিকড় বালিকা উচ্চবিদ্যালয়ের ঘটনা এটি। গতকাল বৃহস্পতিবার এ বিষয়ে শিক্ষাসংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করেছেন বিদ্যালয়টির সহকারী প্রধান শিক্ষক নাজমা খাতুন।
অভিযোগে জানা গেছে, উপজেলার পাঠক শিকড় বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র রায় গত বুধবার চাকরি থেকে অবসর গ্রহণ করেন। মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান-সংক্রান্ত পরিপত্র অনুযায়ী প্রধান শিক্ষকের পদ শূন্য হলে সহকারী প্রধান শিক্ষকই প্রতিষ্ঠানে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করবেন। ওই প্রতিষ্ঠানে সহকারী প্রধান শিক্ষক হিসেবে নাজমা খাতুন বিদ্যমান থাকলেও সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে আরও দুজন সিনিয়র শিক্ষককে ডিঙিয়ে জুনিয়র সহকারী শিক্ষক মোশারফ হোসেন মধুকে প্রধান শিক্ষকের দায়িত্ব হস্তান্তর করেছেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ সুজা মিয়া বলেন, ‘ব্যবস্থাপনা কমিটি না থাকলে অ্যাডহক কমিটির প্রধান হিসেবে ইউএনও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব প্রদান করবেন। পাঠক শিকড় বালিকা উচ্চবিদ্যালয়ের বিষয়টি আমার জানা নেই। খোঁজখবর নিয়ে জানব।’