আমাদের বার্তা প্রতিবেদক: নিয়োগ বাছাই কমিটি, ব্যবস্থাপনা কমিটি ও শিক্ষানুরাগী বা বিদ্যোৎসাহী সদস্য মনোনয়নের জন্য কারিগরির ৩৩ শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদনে অসর্ম্পূণতা পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার কারিগরি শিক্ষা বোর্ডে প্রকাশিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে।
চিঠিতে বলা হয়েছে, তালিকায় থাকা ৩৩ প্রতিষ্ঠান বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবর নিয়োগ বাছাই কমিটি, ব্যবস্থাপনা কমিটি ও শিক্ষানুরাগী বা বিদ্যোৎসাহী সদস্য মনোনয়নের জন্য আবেদন জমা দিয়েছেন। এই আবেদন যাচাই-বাছাই করে দেখা যায়, প্রতিষ্ঠানগুলো আংশিক কাগজপত্র জমা দিয়েছে। ফলে আবেদনগুলো ঠিক সময়ে নিষ্পত্তি করা সম্ভব হয়নি।
এমন পরিস্থিতিতে তালিকায় থাকা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধানকে জরুরি ভিত্তিতে ঘাটতি কাগজপত্র ফরওয়ার্ডিংসহ জমা দেয়ার জন্য বলা হয়েছে। এই চিঠিতে ৩৩ শিক্ষাপ্রতিষ্ঠানের নামের তালিকা এবং পাশে ঘাটতি কাগজপত্রের বিবরণ প্রকাশ করা হয়েছে।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।