প্রথম বারের মত নীলফামারী সরকারি কলেজে দুই দিনের বসন্ত বরণ ও পিঠা উৎসব শুরু হয়েছে। বুধবার কলেজ প্রাঙ্গণে এ উৎসব শুরু হয়। শিক্ষার্থীদের সংগঠন কাশফুল সাংস্কৃতিক অঙ্গন এ উৎসবের আয়োজন করে।
উৎসব ঘিরে আয়োজন করা হয়েছে বসন্তের গান ও কবিতা আবৃত্তি। অনুষ্ঠানে ১৬টি স্টলে ১৪টি বিভাগের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন। এছাড়া কাশফুল সাংস্কৃতিক অঙ্গন ও সেচ্ছাসেবী সংগঠন বাধন এতে অংশ নিচ্ছে।
উৎসবটি ঘিরে ভিন্ন সাজে কলেজ ক্যাম্পাসে আসেন শিক্ষার্থীরা। বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের মাঝে নতুন এক উৎসব মুখর পরিবেশ দেখা দিয়েছে।
কাশফুল সাংস্কৃতিক অঙ্গনের প্রধান উপদেষ্টা ও ইতিহাস বিভাগের প্রধান মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের উদ্ধোধন করেন অধ্যক্ষ মো. দিদারুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মো. মাহবুবার রহমান ভূইয়া, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আনিছুর রহমান, যুগ্নসাধারণ সম্পাদক মনিরা জেসমিন, কাশফুল সাংস্কৃতিক অঙ্গনের উপদেষ্টা সহকারী অধ্যাপক মো. নুরুল করিম, মনি সংকর দাস, অশোক কুমার ও সভাপতি মেহেদী হাসান।
বৃহস্পতিবার বিকেলে এ উৎসবের সমাপনী অনুষ্ঠিত হবে।