‘বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি’-স্লোগানকে সামনে নিয়ে নীলফামারীতে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে এ মেলার সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমাপনী দিনে সোমবার সকালে বিভিন্ন স্টল পরিদর্শন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী হাসান। পরে বিকালে বিভিন্ন ক্যাটাগরিতে অংশ নেয়া আগামী দিনের খুদে বিজ্ঞানীদের হাতে প্রধান অতিথি হিসেবে পুরষ্কার তুলে দেন তিনি।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নলণী কান্ত রায়, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আইবুল ইসলাম, সদর উপজেলা সমবায় কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ তালুকদার, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. মুশফিকুর রহমান, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দীপক চক্রবর্র্তী, সহকারী প্রোগ্রামার রতন কুমার রায়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন নীলফামারী মডেল কলেজ অধ্যক্ষ মো. গোলাম মোস্তফা।