বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদরাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত) অনুযায়ী নুরুন আলানুর এছহাকিয়া হোসাইনিয়া দাখিল মাদরাসা (১) শূন্যপদে ১জন সহকারী সুপারিনটেনডেন্ট, (বেতন গ্রেড-৮), শিক্ষাগত যোগ্যতা: বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ড হতে কামিল ডিগ্রী বা ইসলামী বিশ্ববিদ্যালয়/ ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মাদরাসাসমূহ হতে কামিল ডিগ্রী অথবা ইসলামী বিশ্ববিদ্যালয় হতে আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিষয়ে অনার্স (সম্মান) ডিগ্রি। বর্ণিত সর্বশেষ ডিগ্রী ব্যতীত শিক্ষাজীবনের অন্যান্য স্তরে যে কোনো ১টিতে ৩য় শ্রেণি বা সমমান গ্রহণযোগ্য হবে। অভিজ্ঞতা: সহকারী মৌলভী হিসেবে ১০ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা অথবা ইবতেদায়ী প্রধান পদে ১৫ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা।
(২) শূন্যপদে ১জন ইবতেদায়ি প্রধান, বেতন গ্রেড-১১, শিক্ষাগত যোগ্যতা: বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ড হতে ফাজিল ডিগ্রী/স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ফাজিল/ সমমান ডিগ্রি অথবা ইসলামী বিশ্ববিদ্যালয়/ ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মাদরাসাসমূহ হতে ফাযিল বা সমমান ডিগ্রী। অভিজ্ঞতা ও চাকুরীতে প্রবেশের সময়সীমা: এবতেদায়ি মৌলভী পদে ৮ বছর অভিজ্ঞতা। অনুর্ধ্ব ৩৫ বছর (তবে সমপদের ইনডেক্সধারীদের জন্য বয়সসীমা শিথিলযোগ্য)। এই পদে এনটিআরসিএ কর্তৃক সনদ থাকলে অভিজ্ঞতার প্রয়োজন হবে না।
আগ্রহী প্রার্থীরা আগামী ৩ মার্চ বিকাল ৪ টার মধ্যে সত্যায়িত প্রয়োজনীয় কাগজপত্রসহ ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, ১ নং পদের জন্য ১০০০ টাকা এবং ২নং পদের জন্য ৫০০ টাকা পোস্টাল অর্ডার (অফেরতযোগ্য) সুপার বরাবর আবেদন করতে হবে।
যোগাযোগ: -সুপার, নুরুন আলানুর এছহাকিয়া হোসাইনিয়া দাখিল মাদরাসা, মালিভিটা কামতাল, পোঃ বারপাড়া, বন্দর, নারায়ণগঞ্জ।
মোবাইল: 01721747331