চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলকে ধাওয়া দিয়ে ক্যাম্পাস থেকে বের করে দিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। ক্যাম্পাসে ঢুকে মূল ফটকের সামনে ফেসবুকে লাইভ করার সময় এ ঘটনার শিকার হন তিনি। তবে কোনো ঝামেলা হয়নি বলে জানান সভাপতি।
ছাত্রলীগ সূত্রে জানা যায়, চলতি বছরের ৮ জুন চবি ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলকে ক্যাম্পাস থেকে অবাঞ্ছিত ঘোষণা করে ছাত্রলীগের বগিভিত্তিক বিভিন্ন গ্রুপ।
জানতে চাইলে সিএফসি গ্রুপের নেতা ও চবি ছাত্রলীগের সহ-সভাপতি মির্জা খবির সাদাফ বলেন, 'চবি ছাত্রলীগের মেয়াদ উত্তীর্ণ কমিটির সভাপতি রেজাউল হক রুবেলকে অনেক আগে ক্যাম্পাস থেকে অবাঞ্ছিত ঘোষণা করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। তিনি দীর্ঘদিন পর ক্যাম্পাসে ফিরে এসে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছিলেন। তখন আমরা তাকে প্রতিহত করি।'
তিনি আরও জানান, বিজয়, ভিএক্স ও সিএফসিসহ বিভিন্ন হল থেকে কয়েকটি গ্রুপের নেতাকর্মীরা এসেছিল তাকে প্রতিহত করতে। তবে সভাপতিকে ধাওয়া দেওয়ার সময় ভিএক্স গ্রুপ উপস্থিত ছিল না।
তবে সভাপতিকে ধাওয়ার সময় ভিএক্স গ্রুপ উপস্থিত ছিল না জানিয়ে ভিএক্স গ্রুপের নেতা ও চবি ছাত্রলীগের সহ-সভাপতি প্রদীপ চক্রবর্তী দুর্জয় বলেন, 'সভাপতিকে ছাত্রলীগের নেতাকর্মীরা প্রতিহত করেছে। তবে আমাদের গ্রুপ অংশ নেয়নি।'
এ বিষয়ে জানতে চেয়ে ফোন করলে ধরেননি বিজয় গ্রুপের নেতা মোহাম্মদ ইলিয়াস। চবি ছাত্রলীগ সভাপতি রেজাউল হক রুবেল বলেন, 'আমি তো ক্যাম্পাসেই আছি। কোনো ধাওয়া বা ঝামেলা হয়নি। আমি সমাবেশ করে শান্তিপূর্ণ ভাবে চলে এসেছি।'