নেপালের কাঠমান্ডু থেকে পোখারার উদ্দেশ্যে উড়ে যাওয়া ইয়েতি এয়ারলাইন্সের একটি এআরটি ৭২ প্লেন বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৬৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিমানটিতে মোট ৭২ জন আরোহী ছিলেন। বাকি চারজন আরোহীর সন্ধান এখনো চলছে।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে কাস্কি জেলার পোখারায় বিধ্বস্ত হয় বিমানটি। বিকেল পর্যন্ত দুর্ঘটনাস্থল থেকে ৬৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম কাঠমুন্ডু পোস্ট।
কাস্কি জেলা পুলিশের চিফ সুপারিন্টেন্ডেন্ট অজয় কেসির বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ৬৪ ভিকটিমের মরদেহ পোখরা একাডেমি অব হেলথ সায়েন্সে নিয়ে যাওয়া হয়েছে।
পোখরা একাডেমি অব হেলথ সায়েন্সের পরিচালক অধ্যাপক ভারত বাহাদুল খেতরি সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন, নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
ইয়েতি এয়ারলাইন্সের মুখপাত্র সুদর্শন বারতৌলার বরাতে গণমাধ্যমটি জানিয়েছে, বিমানটিতে ৬৮জন যাত্রী ও ৪জন ক্রু ছিলেন। পুরাতন বিমানবন্দর ও পোখরা আন্তর্জাতিক বিমান বন্দরের মাঝখানে বিমানটি বিধ্বস্ত হয়।
নেপাল সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ বলছে, যাত্রীদের মধ্যে তিনজন নবজাতক, তিনজন শিশু ও ৬২ জন প্রাপ্ত বয়স্ক আছেন। তাদের মধ্যে ৫৩ জন নেপালী, ৫ জন ভারতীয়, চারজন রাশিয়ান, একজন আইরিশ, একজন আর্জেন্টিনিয়ান, দুইজন কোরিয়ান এবং একজন ফ্রেন্চ নাগরিক রয়েছেন।
স্থানীয়রা বলছেন, স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।