নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ স্টাডিজ (বিএমএস) বিভাগের নাম অপরিবর্তিত রেখে সনদে ডিগ্রির নাম পরিবর্তনের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। দাবি আদায়ে গতকাল রোববার মানববন্ধন এবং বিক্ষোভ করেছেন বিভাগটির শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আন্দোলনে ৫৭ দিন ধরে বন্ধ রয়েছে ওই বিভাগের কার্যক্রম।
জানা গেছে, গতকাল বেলা ১১টায় বিভাগের শিক্ষার্থীরা প্রথমে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান নেন। পরে সেখানে তাঁরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. দিব্যদ্যুতি সরকার বলেন, ‘শিক্ষার্থীদের আন্দোলনের কারণে ৫৭ দিন ধরে বিভাগের একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে। তবে আমাদের অফিস কার্যক্রম চালু রয়েছে। শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষকদের নিয়ে গঠিত কমিটির একটি সুপারিশ ও আমাদের বিভাগের শিক্ষকদের নিয়ে আরেকটি সুপারিশপত্র কর্তৃপক্ষকে দেওয়া হয়েছিল। কিন্তু কোনো কারণে আমাদের সুপারিশগুলো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) না পাঠিয়ে ভিন্ন একটি চিঠি বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো হয়, যা শিক্ষার্থীরা জানতে পেরে আন্দোলনে নামেন। তবে শিক্ষার্থীরা যেভাবে চাচ্ছেন, সেভাবেই ইউজিসিতে চিঠি পাঠানোর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা জানিয়েছি।’
শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকের বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল বাকী বলেন, ‘আমরা আগে ইউজিসিতে একটি চিঠি পাঠিয়েছিলাম। শিক্ষার্থীরা সেই চিঠি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। আমরা শিক্ষার্থীদের চাওয়া অনুযায়ী সংশোধিত চিঠি পাঠাব।’