যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী পিয়ের আগোস্তিনি, হাঙ্গেরির বিজ্ঞানী ফেরেন্স ক্রাউজ ও ফ্রান্সের বিজ্ঞানী অ্যান লিয়ের এ বছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন। তবে পৃথিবীর সবচেয়ে মর্যাাদাপূর্ণ হিসেবে বিবেচিত এ পুরস্কার জয়ের খবর শিক্ষার্থীদের থেকে সরাতে পারেনি নোবেল জয়ী শিক্ষক অ্যান লিয়েরকে।
নোবেল জয়ের খবর দেয়ার জন্য যখন নোবেল কমিটি থেকে তাকে ফোন করা হয় তখন তিনি ক্লাসে ব্যস্ত। একাধিকবার ফোন দিয়েও তাকে পাচ্ছিল না নোবেল কমিটি। পরে নির্ধারিত বিরতিতে ক্লাস থেকে বেরিয়ে তিনি নোবেল জয়ের খবরটি পান।
মর্যাাদাপূর্ণ এ পুরষ্কারপ্রাপ্তির খবর নিজ দায়িত্ব থেকে বিচলিত করতে পারেনি সুইডেনের লুন্ড ইউনিভার্সিটির অধ্যাপক অ্যান লিয়েরকে। খবর পেয়ে তিনি ক্লাসে শিক্ষার্থীদের কাছেই ফিরে গেঠেন। এই অধ্যাপককে নোবেল জয়ের খবর দেয়ার ঘটনা নিয়ে কমিটি তাদের এক্সে পোস্ট করেছে।
দ্য নোবেল প্রাইজ নামে ভেরিফায়েড পেজে অ্যান লিয়েরকে ফোনে কথা বলার একটি ছবি পোস্ট দিয়ে লেখা হয়েছে- একজন নিবেদিতপ্রাণ শিক্ষকের গল্প! ২০২৩ খ্রিষ্টব্দে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পাওয়া অ্যানকে তার শিক্ষার্থীদের কাছ থেকে আলাদা করা যায়নি। আমাদের নতুন বিজয়ী ক্লাস পড়াতে ব্যস্ত ছিলেন। ক্লাসের নির্ধারিত বিরতির সময় তিনি খবরটি শুনেছেন। ফোনকলের পরে তিনি ছাত্রদের কাছে ফিরে যান।’ এক্সে পোস্ট করা এই ছবিটি বুধবার দুপুর ২ টা পর্যন্ত ১৬ লাখ ভিউ হয়েছে।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।