সিরাজগঞ্জ-৬ আসনে নৌকা প্রার্থীর পক্ষে প্রচারে অংশ নেয়ার অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে তলব করেছে নির্বাচনি অনুসন্ধান কমিটি।
বৃহস্পতিবার সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে নির্বাচনি অনুসন্ধান কমিটির কর্মকর্তা এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মো. মামুন-অর-রশিদ স্বাক্ষরিত চিঠিতে তাদের শোকজ করা হয়েছেন বলে আদালত বেঞ্চের সহকারী মো. জুয়েল রানা জানান।
চিঠিতে শুক্রবার বেলা ৩টার মধ্যে ওই তিন শিক্ষককে অনুসন্ধান কমিটির কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
নোটিস প্রাপ্তরা হলেন- শাহজাদপুরের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক বিজন কুমার, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ফখরুল ইসলাম ও অর্থনীতি বিভাগের প্রভাষক সৈয়দ আশরাফ।
নোটিশে বলা হয়েছে, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েও ওই তিন শিক্ষক ৩ জানুয়ারি নৌকা প্রতিকের প্রার্থী চয়ন ইসলামের পক্ষে প্রচার চালিয়েছেন। সিরাজগঞ্জ রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এ সংক্রান্ত একটি ভিডিও ফুটেজ নির্বাচনি অনুসন্ধান কমিটির কর্মকর্তার কাছে সরবরাহ করেন।
যা জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর ১৪ নম্বর বিধিসহ অন্যান্য আইন লঙ্ঘন করেছে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক বিজন কুমার বলেন, “নোটিস হাতে পেয়েছি। আদালতে উপস্থিত হয়ে জবাব দেব।”