ঢাকা-১২ আসনে নির্বাচনের প্রচারে বৃহত্তর ময়মনসিংহবাসীর সঙ্গে এ আসনের প্রার্থী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মতবিনিময় সভায় নৌকায় ভোট চেয়েছেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শহীদুর রশীদ ভূঁইয়া।
মঙ্গলবার ঢাকার খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে এ মতবিনিময় সভার আয়োজন করে বৃহত্তর ময়মনসিংহবাসী।
এ আসনের বর্তমান সংসদ সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী কামাল আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। শেরে বাংলা নগর থানার অধীন এলাকা ঢাকা-১২ সংসদীয় আসনের অর্ন্তভুক্ত।
শেরে বাংলা নগরে স্থাপিত কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শহীদুর রশীদ নৌকার পক্ষে ভোট চাওয়ার পাশাপাশি অন্য ভোটারদেরও ভোটকেন্দ্রে নিয়ে আসা এবং তাদের উৎসাহিত করার আহ্বান জানান।
তিনি বলেন, “কেবল তাকে ভোট নয়; আমাদের ভোট নয়, আমরা যেন কমপক্ষে পাঁচজনকে ভোটকেন্দ্রে নিয়ে যাই৷ বাইরের মানুষ আমাদের নিয়ে নানা কথা বলছেন, আমরা তাদের মুখ বন্ধ করে দিতে চাই৷"
আসাদুজ্জামান খান কামাল আবারও নির্বাচিত হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হবেন এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি৷
মতবিনিময় সভায় তার আগে মাইক হাতে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ডিন মো. আ. রাজ্জাক। তিনিও নৌকার পক্ষে ভোট চান৷
তিনি বলেন, “আমাদের শপথ হবে ৭ তারিখ আমরা আমাদের পরিবার; আত্মীয়স্বজন সবাইকে নিয়ে নৌকায় ভোট দেব। আর উনাকে বিপুল ভোটে জয়যুক্ত করব।”