পঞ্চম শ্রেণি ছাত্রীকে চিকিৎসার জন্য কোলে নিয়ে মানুষের কাছে ঘুরছেন পিতা। জন্ম থেকেই মেয়েটির পাঁ দু’টো বাকানো বা অচল। সোজা হয়ে দাঁড়াতে কিংবা হাঁটতে পারে না। অপারেশনের মাধ্যমে দুটি পা ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। এখনো সোজা করে দাঁড়াতে পারেন না ওম্মে হাবিব (১১)।
হাবিবার পিতা আনোয়ার মোল্লা বলেন, আমার মেয়ের ডান পা দুবার অপারেশন হয়েছে। আরো একবার করা লাগবে। বাম পায়ে অপারেশন করার পরে ভালো হয়েছে। জন্ম থেকে চিকিৎসা করাতে আছি। খুলনা মেহেরপুরে বছরের একবার জাপান থেকে একজন ডাক্তার আসেন, সেখানে দেখিয়েছি। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মেয়ের চিকিৎসার জন্য ছিলাম প্রায় ১৭ মাস। পরে বরগুনা জেলার এক ডা. সরোয়ার স্যারের মাধ্যমে পঙ্গু হাসপাতালে ছয়মাস চিকিৎসা করানো পরে মোটামুটি ভালো। বর্তমানে আরো ৩০-৪০ হাজার টাকা দরকার। ছোট একটি অপারেশন হলেই হাবিবা ভালোভাবে হাঁটতে পারবে।
শিশুটির চিকিৎসায় পিতা আনোয়ার মোল্লা সমাজের বিত্তশালী ব্যক্তিদের নিকট আর্থিক সহায়তা কামনা করেছেন। উম্মে হাবিবার পিতা আনোয়ার মোল্লার বিকাশ নাম্বার-০১৯৩৮-৫৪৯৮৮৬।