দৈনিক শিক্ষাডটকম, রাঙ্গামাটি : বরকল উপজেলাধীন সীমান্তবর্তী বড়হরিনা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের রাঙাপানিছড়া বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়টি আগুনে পুঁড়ে গেছে। গত বৃহষ্পতিবার দুপুরে আগুনে পুঁড়ে গিয়ে ছাই হয়ে গেছে।
এলাকার ওয়ার্ড মেম্বার সত্যবাঁশি চাকমা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজ পংখু চাকমা জানান- সামনের বিজু উৎসবকে ঘিরে ছোট ছোট ছেলে মেয়েরা পটকাবাজি ফুটিয়ে উৎসব করছে সীমান্ত এলাকায়। সেই পটকা বাজির আগুনে রাঙাপানিছড়া বে- সরকারি প্রাথমিক বিদ্যালয়টি গতকাল (২৮ মার্চ) বৃহষ্পতিবার দুপুর আনুমানিক ২ টায় সম্পুর্ন পুঁড়ে গিয়ে ছাই হয়ে গেছে। এতে বিদ্যালয়ের টেবিল চেয়ার আলমিরা প্রয়োজনীয় কাগজপত্র সহ আসবাবপত্র সম্পুর্ন পুঁড়ে ছাই হয়ে গেছে।
প্রধান শিক্ষক জানান- গত কয়েক বছর ধরে এলাকার মানুষদের আথিক সহায়তায় পরিচালিত হচ্ছে এ বিদ্যালয়টি। দূর্গম অঞ্চলে এ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হওয়ার কারনে ছাত্র ছাত্রীরা লেখাপড়া করার সুযোগ পেয়েছে। বিদ্যালয়টি দ্রুত নিমার্ন করতে না পারলে সীমান্তবর্তী দূর্গম অঞ্চলের ছেলে মেয়েরা শিক্ষার আলো থেকে বঞ্চিত হবে।
এ ব্যাপারে বড়হরিনা ইউনিয়ন পরিষদ চেযারম্যান নিলাময় চাকমা বলেন- রাঙাপানি বে- সরকারি প্রাথমিক বিদ্যালয়টি গতকাল পুঁড়ে গেছে বলে তিনি শুনেছেন। তিনি সেখানে গিয়ে বিষয়টি সরেজমিনে পরিদর্শন করবেন। কি ভাবে দ্রুত বিদ্যালয়টি নতুন ভাবে করা যায় সেই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিবেন।