পথ হারিয়ে পাবনার ঈশ্বরদী থেকে ট্রেনে উঠে কুড়িগ্রাম রেলওয়ে স্টেশন চলে আসেন শিশু শিক্ষার্থী মো. আলামিন শাওন (১১)। তাকে স্টেশনে কাঁদতে দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯ লাইনে ফোন করেন কোনো একজন। পরে কুড়িগ্রাম সদর থানা পুলিশ শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে।
গতকাল সোমবার বিকেলে শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এর আগে গত ১৫ জানুয়ারি সন্ধ্যার দিকে ফোন পেয়ে রেলওয়ে স্টেশন থেকে শাওনকে উদ্ধার করে থানায় নেয়া হয়।
পুলিশ জানায়, শাওন পাবনার ঈশ্বরদী কদমতলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। বাবা রফিকুল ইসলাম, গ্যাস কোম্পানির পিকআপ চালক। বাড়িতে কেউ না থাকার সুযোগে সকালবেলা ট্রেনে উঠে কুড়িগ্রাম চলে আসেন। পরবর্তীতে ঈশ্বরদী থানায় যোগাযোগ করে শাওনের বাবা-মাকে খবর দেয় পুলিশ। খবর পেয়ে শাওনের বাবা-মা ও ভাই কুড়িগ্রাম থানায় উপস্থিত হলে শাওনকে হস্তান্তর করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহারিয়ার দৈনিক শিক্ষাডটকমকে জানান, খবর পেয়ে শাওনকে কুড়িগ্রাম রেলওয়ে স্টেশন থেকে উদ্ধার করা হয়। গতকাল সোমবার বিকেলে তার বাবা, মা ও ভাইয়ের কাছে হস্তান্তর করা হয়েছে।