সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকায় ডোমার উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. জাহিদুল ইসলামকে পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। একইসঙ্গে যুগ্ম-আহ্বায়ক মো. মজিদুল ইসলামকেও অব্যাহতি দেয়া হয়েছে।
গতকাল রোববার রাতে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল এ নির্দেশ দেন।
ডোমার উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আশরাফুল আলম আশরাফ দৈনিক শিক্ষাডটকমকে জানান, গত ১৬ জানুয়ারি সকালে কেন্দ্রীয় ঘোষিত ১০ দফা সমাবেশ ও বিক্ষোভ মিছিলের ব্যানার তৈরির করার জন্য বাজারে অবস্থান করছিলাম। সেখানে আহ্বায়ক জাহিদুল এবং যুগ্ম-আহবায়ক মজিদুল সহ ৭-৮ জন আমার ওপর আক্রমণ করে। বিষয়টি তাৎক্ষণিক শাহরিন ইসলাম তুহিনকে অবগত করার পাশাপাশি কেন্দ্রীয় ছাত্রদল বরাবর দরখাস্ত দেই। এরই প্রেক্ষিতে সংগঠন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে।
জানতে চাইলে সদ্য অব্যাহতি পাওয়া আহ্বায়ক জাহিদুল ইসলাম দৈনিক শিক্ষাডটকমকে জানান, তার বিরুদ্ধে অভিযোগটি মিথ্যা। এটা নিয়ে নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানাবেন।