রাজধানীর মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এক ছাত্রীকে ধর্ষণে সহযোগিতার মামলার আসামি অধ্যক্ষ ফৌজিয়া রাশেদী পদত্যাগ করেছেন। গত ২০ আগস্ট থেকে তিনি ছুটিতে ছিলেন।
তিনি বলেন, ‘তাঁকে (ফৌজিয়া রাশেদী) অপসারণ করা হয়নি। তিনি স্বেচ্ছায় ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। তাঁর পদত্যাগপত্রটি গভর্নিং বডির সভায় গৃহিত হয়েছে।’
কলেজ সূত্র জানায়, আগামী ৩০ অক্টোবর অধ্যক্ষের অবসরে যাওয়ার কথা ছিল। এর আগেই তিনি পদত্যাগ করলেন।
গত ২৫ মার্চ মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্রী সিনথিয়া ইসলামকে বিয়ে করেন প্রতিষ্ঠানটির দাতা সদস্য মুশতাক আহমেদ। এ ঘটনা জানাজানি হয় জুনের শুরুতে। এ ঘটনায় গত ১ আগস্ট অধ্যক্ষ ফৌজিয়া রাশেদী এবং খন্দকার মুশতাক আহমেদের বিরুদ্ধে প্রলোভন ও ধর্ষণ এবং এতে সহযোগিতার অভিযোগে আদালতে নালিশি মামলা করেন ছাত্রীর বাবা সাইফুল ইসলাম। আদালতের নির্দেশে ৮ আগস্ট রাজধানীর গুলশান থানায় মামলাটি নথিভুক্ত হয়। মামলার পরপরই শারীরিক অসুস্থতার কথা বলে দুই মাসের ছুটিতে যান অধ্যক্ষ ফৌজিয়া।
উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়েছেন খন্দকার মুশতাক। আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্য পদ থেকেও পদত্যাগ করেছেন তিনি।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।