মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বিভিন্ন শিক্ষা অফিস ও সরকারি স্কুল-কলেজে কর্মরত ১৭৮ জন কর্মচারী পদোন্নতি পেয়েছেন। তাদের মধ্যে গ্রেড-১৯ পদে কর্মরত ৬০ জন ও গ্রেড-২০ পদে কর্মরত ১১৮ জন কর্মচারী রয়েছেন। তাদের বেতন গ্রেড-১৬ পদে পদোন্নতি দিয়ে পদায়ন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। বৃহস্পতিবার তাদের পদোন্নতি ও পদায়ন দিয়ে পৃথক আদেশ জারি করা হয়েছে।
জানা গেছে, গত ৩ ডিসেম্বর অনুষ্ঠিত বিভাগীয় নির্বাচন কমিটির সভার সুপারিশ মোতাবেক তাদের পদোন্নতি দেয়া হয়েছে। বেতন গ্রেড-১৯ ও ২০ পদে কর্মরত কর্মচারীদের গ্রেড-১৯ পদে (৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা) পদে পদোন্নতি দিয়ে নতুন পদায়ন দেয়া হয়েছে।
দৈনিক শিক্ষাডটকমের পাঠকদের জন্য পদোন্নতিপ্রাপ্ত কর্মচারীদের তালিকা তুলে ধরা হলো।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে সয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষা ডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।