মাধ্যমিক উচ্চ শিক্ষা অফিস, বিভিন্ন শিক্ষা অফিস ও সরকারি স্কুল-কলেজে কর্মরত ২৯৩ জন কর্মচারী পদোন্নতি পেয়েছেন। তাদের পদোন্নতি দিয়ে আদেশ জারি করেছে অধিদপ্তর। গ্রেড ১৯ ও গ্রেড ২০ ভুক্ত পদের ১৫৬ জন কর্মচারীকে অফিস সহকারী কাম-মুদ্রাক্ষরিক, অফিস সহকারী-কাম ডাটা এন্ট্রি অপারেটর, অফিস সহকারী-কাম-হিসাব সহকারী ও অফিস সহকারী-কাম-হিসাব সহকারী, অফিস সহকারী-কাম-ডাটা এন্ট্রি অপারেটর পদে গ্রেড-১৬ পদে পদোন্নতি দেয়া হয়েছে। আর গ্রেড ১৯ ও গ্রেড ২০ ভুক্ত পদের ১৩৭ জন কর্মচারীকে হিসাব সহকারী, স্টোর কিপার, ক্যাশিয়ার, স্টোর কিপার কাম ক্যাশিয়ার, ভান্ডার রক্ষক, ক্যাশিয়ার কাম স্টোর কিপার পদে পদোন্নতি পেয়েছেন।
বুধবার তাদের পদোন্নতির আলাদা আদেশ প্রকাশ করেছে অধিদপ্তর।
গতকাল মঙ্গলবার ও বুধবার সহকারী পরিচালক রূপক রায় স্বাক্ষরিত আদেশে তাদের পদোন্নতি দেয়া হয়েছে। বুধবার থেকেই তাদের পদোন্নতি কার্যকর হবে বলে জানিয়েছে অধিদপ্তর।
পদোন্নতি পাওয়া কর্মচারীদের তালিকা দৈনিক শিক্ষাডটকমের পাঠকদের জন্য তুলে ধরা হলো।
শিক্ষার সব খবর সবার আগে জানতে দৈনিক শিক্ষার ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
দৈনিক শিক্ষাডটকমের ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।