বাংলাদেশের আকাশে গতকাল শনিবার কোথাও ১৪৪৬ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা যায়নি। ফলে ১৭ জুলাই বুধবার পবিত্র আশুরা পালিত হবে।
রাজধানীতে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে গতকাল সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. আউয়াল হাওলাদার।
পরে ইসলামিক ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, বাংলাদেশের আকাশে গতকাল কোথাও ১৪৪৬ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আজ ৭ জুলাই রোববার পবিত্র জিলহজ মাস ৩০ দিন পূর্ণ হবে। আগামীকাল ৮ জুলাই সোমবার থেকে পবিত্র মহররম মাস গণনা করা হবে। সে অনুযায়ী ১৭ জুলাই বুধবার পবিত্র আশুরা পালিত হবে।