দৈনিক শিক্ষাডটকম, পবিপ্রবি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শিক্ষককে মারধরের ঘটনায় অভিযুক্ত উপ-উপাচার্যের ব্যক্তিগত কর্মকর্তা মো. সামসুল হক ওরফে রাসেলকে চাকরিচ্যুতের দাবিতে ১৪ দিন ধরে ক্লাস-পরীক্ষা বর্জন করে আসছেন শিক্ষক-শিক্ষার্থীরা। দীর্ঘদিন ধরে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকায় মুখ থুবড়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম। এমন অবস্থায় আবাসিক হল ছেড়ে বাড়িতে চলে যাচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা।
ওই ঘটনায় গঠিত তদন্ত কমিটি অভিযোগের সত্যতা পাওয়ায় গতকাল রোববার রাতে রাসেলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক জেহাদ পারভেজ বলেন, ‘অভিযুক্ত কর্মকর্তাকে স্থায়ী চাকরিচ্যুত না করা পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।’
ক্যাম্পাস সূত্রে জানা গেছে, অধিকাংশ অনুষদের বিভিন্ন পর্বের ফাইনাল পরীক্ষা, ক্লাস-পরীক্ষা স্থগিত করায় ক্ষতির মুখে পড়েছেন বিশ্ববিদ্যালয়ের ৩ হাজার ৫৭১ শিক্ষার্থী।
ফ্যাকাল্টি অব অ্যানিমেল সায়েন্স ভেটেরিনারি ডিপার্টমেন্টের শিক্ষার্থী ইমরান মোল্লা বলেন, ‘শিক্ষকদের সঙ্গে এমন ঘটনা একের পর এক ঘটে যাবে, এমনটা আমরাও মেনে নিতে পারি না। আমরা এ ঘটনার বিচার চাই।’
এদিকে সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন রেজিস্ট্রার অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু। এর আগে তিনি বলেন, ‘শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা হয়েছে এবং শিক্ষকদের ক্লাসে ফিরিয়ে নেওয়ার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।’