মানিকগঞ্জে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে শিশুদের পাঠদান। নতুন ভবনের নির্মাণ কাজ শুরু হলেও, শেষ হয়নি তিন বছরে। অভিযোগ, ঠিকাদার প্রতিষ্ঠানের গাফিলতির কারণে এমন ধীরগতি। বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েও মেলেনি সমাধান।
মানিকগঞ্জের হরিরামপুরের ডাকরখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়। পরিত্যক্ত ঘোষণা করা হয়, ৮ বছর আগে। তারপরও ঝুঁকি নিয়ে চলছে ক্লাস।
সংকট কাটাতে ২০১৯ খ্রিষ্টাব্দে নতুন ভবন নির্মাণের অনুমোদন পায় এলজিইডি। পরের বছর ফেব্রুয়ারি মাসে ৯৪ লাখ টাকা ব্যয়ে শুরু করে এএমকে নামে ঠিকাদারি প্রতিষ্ঠান। যা শেষ করার কথা ছিল, ১০ মাসে। কিন্তু তিন বছর পেরিয়ে গেলেও ভবন বুঝিয়ে দেয়া হয়নি স্কুলটিকে।
ডাকরখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক বলেন, গত জুনের ১৫ তারিখে আমাকে চাবি বুঝিয়ে দেয়ার কথা। কিন্তু এখন পর্যন্ত যা দেখা যাচ্ছে তাতে কাজ শেষ হতে কয় মাস লাগবে তা বলা যাচ্ছে না। ছাত্র-ছাত্রী নিয়ে আমি খুব কষ্টে আসি।
শ্রেণিকক্ষের অভাবে দুই শিফটে গাদাগাদি করে ক্লাস করতে হয়। এতে স্কুলে আসা বন্ধ করে দিয়েছে, অনেক শিক্ষার্থী।
ঠিকদারি প্রতিষ্ঠানের সাফাই গেয়ে এলজিইডি বলছে, দু'মাসের মধ্যে শেষ হবে কাজ। এ বিষয়ে ঠিকাদার বায়েজিদের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও পাওয়া যায়নি।