মাদারীপুরে পরীক্ষা চলাকালীন একটি স্কুলের ফ্যান খুলে পড়ে চার শিক্ষার্থী আহত হয়েছে। মঙ্গলবার (২০ জুন) সকালে সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের পশ্চিম কলাগাছিয়া এ. সি. নর্থ উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
শিক্ষার্থীরা জানায়, স্কুলে অর্ধ বার্ষিক পরীক্ষা চলছিল। পরীক্ষার শুরু আগে শিক্ষার্থীরা কক্ষে গিয়ে বসে। হঠাৎ বিকট শব্দে সিলিং ফ্যান খুলে মাথায় পড়ে চার জন আহত হয়।
আহত এক শিক্ষার্থীর নানা বলেন, ‘আমার নাতি খুবই অসুস্থ। তার কপালে আঘাত লেগেছে। একটি বেসরকারি স্কুলের ফ্যান খুলে শিক্ষার্থীরা আহত হবে, এটা ভাবা যায়! এই ঘটনা শিক্ষকদের গাফিলতির কারণে ঘটেছে।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শান্তি রঞ্জন মন্ডল বলেন, ‘ফ্যান খুলে পড়ে কয়েক শিক্ষার্থী আহত হয়েছে। তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
মাদারীপুর সদর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।’