চট্টগ্রামের চন্দনাইশে সরকারি কলেজের অনার্স পরীক্ষা চলাকালীন সময়ে লক্ষাধিক টাকার বিভিন্ন মডেলের ১৫টি মোবাইল সেট চুরির অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কস্থ গাছবাড়িয়া খানহাট বাজারের পশ্চিম পাশে গাছবাড়িয়া সরকারি কলেজে।
অভিযোগ সূত্রে জানা যায়, অনার্স ১ম বর্ষের ফাইনাল পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষার হলরুমে শিক্ষার্থীরা তাদের ব্যবহারের মোবাইলগুলো শিক্ষকদের অগোচরে পরীক্ষা কেন্দ্রের হলরুমের বাইরে জানালায় ব্যাগে করে ঝুলিয়ে রাখেন। এ সময় কে বা কারা মোবাইলগুলো দেখতে পেলে পরীক্ষা চলাকালীন সময়ে ব্যাগসহ মোবাইলগুলো চুরি করে নিয়ে যায়।
চুরিকৃত ব্যাগের মধ্যে আইফোন, স্মার্ট ফোন, বাটন মোবাইলসহ বিভিন্ন মডেলের মোবাইল আছে বলে জানা গেছে। এ ব্যাপারে শিক্ষার্থীদের মধ্যে অনেকে চন্দনাইশ থানায় হারানো ডায়েরি দায়ের করেছেন বলে জানা যায়। অপরদিকে কলেজের অধ্যক্ষ প্রফেসর রণজিৎ কুমার দত্ত বলেন, তিনি বিষয়টি শুনেছেন। তবে পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন আনা নিষিদ্ধ রয়েছে। বিধায়, ফোন কীভাবে কোথায় রেখেছে এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষের জানার বিষয় নয়। পরীক্ষা চলাকালীন কেন্দ্রে কোনোভাবে মোবাইল সেট ব্যবহার তো দূরের কথা রাখাও যাবে না বলে তিনি জানান।