পিরোজপুরের ইন্দুরকানীতে পরীক্ষায় অনুপস্থিত থেকে ট্যালেন্টপুল বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের তালিকায় স্থান পেয়েছে এক ছাত্র। এ নিয়ে অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করেছেন। যদিও মঙ্গলবার সকালে বৃত্তি পরীক্ষার ফল প্রকাশে পর বিকেলে তা স্থগিত করা হয়।
জানা গেছে, ২০২২ খ্রিষ্টাব্দের ৩০ ডিসেম্বর সারাদেশে একযোগে পঞ্চম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ইন্দুরকানী উপজেলা কেন্দ্রের ১ রোল নম্বরধারী উপজেলার দড়িচর গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র মো. ইয়াসিন খান পরীক্ষায় অনুপস্থিত ছিলেন। মঙ্গলবার প্রকাশিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলে ট্যালেন্টপুলে বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের তালিকায় দেখা গেছে ইয়াসিন খানের নাম।
দড়িচর গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামলী রানী দৈনিক শিক্ষাডটকমকে জানান, ইয়াসিন খান বৃত্তি পরীক্ষায় অনুপস্থিত থাকলেও ট্যালেন্টপুল বৃত্তির তালিকায় তার রোল এসেছে।
পাড়েরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলিম আকন জানান, তার বিদ্যালয় থেকে ১৯ জন শিক্ষার্থী গত বছর বৃত্তি পরীক্ষা দেয়। তিনি ১০-১২ জন শিক্ষার্থীর বৃত্তি আশা করেছিলেন। কিন্তু মেধাবীরা বৃত্তি পায়নি, তুলনামূলক কম মেধাবী ৩ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।
ইন্দুরকানী উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) বিশ্বজিৎ কর্মকার এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
সন্ধ্যায় বৃত্তি পরীক্ষার ফল স্থগিত করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। জানা গেছে, কারিগরি ত্রুটির কারণে ফল স্থগিত করা হয়েছে। আগামীকাল বুধবার ফের ফল প্রকাশ করা হবে।