পা ভাঙার চিকিৎসার করাতে গিয়ে রাজধানীর একটি হাসপাতালে এক নারীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। রোগীর স্বজনদের অভিযোগ, ডাক্তার ও নার্সদের অবহেলার কারণেই এ ঘটনা ঘটেছে। হাসপাতাল কর্তৃপক্ষ এরইমধ্যে মৃত্যুর জন্য দুঃখ প্রকাশ করে চার সদস্যদের একটি তদন্ত কমিটি গঠন করেছে।
১০ জুন বাথরুমে পড়ে গিয়ে পা ভেঙে যায় রামপুরার বাসিন্দা পূরবী ঘোষের। স্বজনরা তাকে নিয়ে যান কল্যাণপুরের ইবনে সিনা হাসপাতালে।
১৩ জুন ওই নারীর পায়ের অপারেশন করেন হাসপাতালের অর্থপেডিক্স বিশেষজ্ঞ ডা. শাহিদুর রহমান খান। স্বজনদের অভিযোগ, অপারেশনের পর থেকেই পূরবী ঘোষের অবস্থার অবনতি হতে থাকে।
পূরবী ঘোষের ছেলে সৌমিত্র ঘোষ জানান, হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়ে কোন অভিযোগ না জানাতেও হুমকি দিয়েছে।
হাসপাতালটির পরিচালক পূরবী ঘোষের মৃত্যুর জন্য দুঃখ প্রকাশ করে বলেন, ঘটনা অনুসন্ধানে চার সদস্যদের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ইবনে সিনা হাসপাতালের পরিচালক পারভেজ কবির বলেন, অনুসন্ধানসহ হচ্ছে, কারা কারা এ ঘটনায় জড়িত আমরা তা খতিয়ে দেখছি। এ ধরনের অঘটন যাতে না ঘটে সেজন্য আমরা অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিবো।
পূরবী ঘোষের স্বামী ক্যান্সারে আক্রান্ত হয়ে ভারতে চিকিৎসা নিচ্ছেন। মায়ের এমন মৃত্যু আর বাবার ক্যান্সার সব মিলিয়ে পরিবারটিতে এখন শোকের মাতম। পরিবারটির দাবি চিকিৎসায় অবহেলার এমন মৃত্যু ঠেকাতে সরকার শক্ত ব্যবস্থা নিক।