যশোরের মণিরামপুরে পাওয়ারটিলার থেকে ছিটকে পড়ে ফলার সঙ্গে জড়িয়ে অয়ন (৯) নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের নোয়ালী গ্রামে এঘটনা ঘটে। ওই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি দৈনিক শিক্ষাডটকমকে নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল হোসেন।
নিহত অয়ন নোয়ালী গ্রামের মফিজুর রহমানের ছেলে। সে নোয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১০টার দিকে নোয়ালী মাঠে জনৈক ইসরাফিল জমি চাষ করতে গিয়ে তার পাওয়ারটিলারটি রেখে জ্বালানি তেল আনতে বাজারে যান। এ সময় শিশু শিক্ষার্থী অয়ন পাওয়ারটিলারের চালকের আসনে চেপে বসে খেলতে শুরু করে। এক পর্যায় পাওরটিলারের বিভিন্ন যন্ত্রাংশ নাড়াচড়া করতে গিয়ে ছিটকে পরে জমি চাষের ফলার সঙ্গে জড়িয়ে তার মৃত্যু হয়।
মণিরামপুর থানার ওসি শেখ মনিরুজ্জামান জানান, শিশু শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
এদিকে শিশু শিক্ষার্থীর মৃত্যুতে তার সহপাঠী, পরিবারের স্বজন এবং এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।