নারী ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে উঠে গেছে বাংলাদেশ। বৃষ্টি বিঘ্নিত সেমিফাইনালে পাকিস্তানকে ৬ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশের মেয়েরা।
আজ মঙ্গলবার (২০ জুন) বৃষ্টির কারণে ৯ ওভারে নেমে আসা ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। নির্ধারিত ৯ ওভারে ৭ উইকেট হারিয়ে ৫৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২১ রান আসে নাহিদা আক্তারের ব্যাট থেকে।
৬০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতেই ২৬ রান তুলে ফেলে পাকিস্তান। তবে তারপরেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় বাংলাদেশ। শেষ দুই ওভারে পাকিস্তানের প্রয়োজন ছিলো ২০ রান। শেষ ওভারে প্রয়োজন হয় ১৩ রানের।
তবে শেষ ওভারে মেঘলার নিয়ন্ত্রিত বোলিংয়ে ৬ রানের বেশি নিতে পারেনি পাকিস্তান। ৬ রানের জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ।