পাকিস্তানে ব্যাপক বায়ুদূষণ, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ - দৈনিকশিক্ষা

পাকিস্তানে ব্যাপক বায়ুদূষণ, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

দৈনিক শিক্ষাডটকম ডেস্ক |

পাকিস্তানের পাঞ্জাবে শিশুদের সুরক্ষা ও বায়ুদূষণ রোধে বেশ কয়েকটি অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠান ১৭ নভেম্বর পর্যন্ত বন্ধ এবং অনলাইন ক্লাস নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

পাকিস্তানের ২৪ কোটি জনসংখ্যার অর্ধেকেরও বেশি এই প্রদেশে বসবাস করে। এর আগে, লাহোরে প্রাথমিক বিদ্যালয়গুলো এক সপ্তাহের জন্য বন্ধ, চলাচল সীমিত এবং কিছু বারবিকিউ রেস্টুরেন্ট বন্ধের নির্দেশ দেয়া হয়েছিল।

বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

লাহোরে এক সংবাদ সম্মেলনে পাঞ্জাবের সিনিয়র মন্ত্রী মরিয়াম আওরঙ্গজেব জানান, বাতাসের গতিবিধি ও এয়ার কোয়ালিটি সূচক বিশ্লেষণ করে, আমরা সকল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নিয়েছি।

তিনি বলেন, পাঞ্জাবে আজ (বুধবার) সকালে দূষণের মাত্রা ১ হাজার ১০০ অতিক্রম করেছে। আমি নাগরিকদের কাছে অনুরোধ করছি, ঘর থেকে বের হবেন না। 

এদিকে বায়ু দূষণে লাহোরের হাসপাতালে রোগীর সংখ্যা বেড়েই চলেছে এবং কর্তৃপক্ষ সম্পূর্ণ লকডাউনের সতর্কবার্তা দিয়েছে যদি নাগরিকরা মাস্ক পরিধান ও অন্যান্য দিকনির্দেশনা না মানেন।

চিকিৎসকরা জানিয়েছেন, বেশিরভাগ মানুষ কাশি কিংবা চোখ জ্বালাপোড়ার অভিযোগ করছেন।

পাঞ্জাব পাকিস্তান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি সালমান কাজমি অ্যাসোসিয়েটেড প্রেসকে জানান, এক সপ্তাহে শ্বাসকষ্টজনিত অসুস্থতায় আক্রান্ত লক্ষাধিক রোগীকে হাসপাতালে ও ক্লিনিকগুলোতে চিকিৎসা দেয়া হয়েছে। 

এদিকে বায়ুদূষণ মোকাবিলায় পাঞ্জাবে একটি ‘স্মগ ওয়ার রুম’ চালু করা হয়েছে, যেখানে প্রতিদিন দুটি সেশনের মাধ্যমে ডেটা ও পূর্বাভাস বিশ্লেষণ করে দূষণ কমানোর জন্য পদক্ষেপ জানানো হবে এবং পরামর্শ দেয়া হবে।

এছাড়া পাকিস্তান সরকার কৃত্রিম বৃষ্টির ঝরানোর মাধ্যমেও দূষণ কমানোর পরিকল্পনাও করছে।

মিনিস্ট্রি অডিটরদের গরুর দড়িতে বাঁধবেন শিক্ষকরা! - dainik shiksha মিনিস্ট্রি অডিটরদের গরুর দড়িতে বাঁধবেন শিক্ষকরা! অ্যাডহক কমিটি সংক্রান্ত শিক্ষা মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা - dainik shiksha অ্যাডহক কমিটি সংক্রান্ত শিক্ষা মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে সোহরাওয়ার্দী কলেজ যেনো ধ্বং*সস্তূপ - dainik shiksha সোহরাওয়ার্দী কলেজ যেনো ধ্বং*সস্তূপ জোরপূর্বক পদত্যাগে করানো সেই শিক্ষকের জানাজায় মানুষের ঢল - dainik shiksha জোরপূর্বক পদত্যাগে করানো সেই শিক্ষকের জানাজায় মানুষের ঢল শিক্ষাব্যবস্থার ত্রুটি সারানোর এখনই সময় - dainik shiksha শিক্ষাব্যবস্থার ত্রুটি সারানোর এখনই সময় কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে please click here to view dainikshiksha website Execution time: 0.00518798828125