টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার লাউহাটিতে পাগলা মহিষের আক্রমনে আহত এক আওয়ামী লীগের নেতাসহ দুই জনের মৃত্যু হয়েছে। সোমবার রাতে তাদের মৃত্যু হয়।
এর আগে রোববার (২২ জানুয়ারি) সকালে একটি পাগলা মহিষের আক্রমনে হাজেরা বেগমের মৃত্যু হয়।
দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা জানান, (২২ জানুয়ারি) রোববার সকালে লাউহাটি ইউনিয়নের তারুটিয়া গ্রামে জনসাধারণের উপর পাগলা মহিষটি আক্রমন করে।
এ সময় মহিষটির আক্রমনের স্বীকার হয়ে অন্তত ৭জন আহত হন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে ওইদিনই বিকেল তিনটার দিকে মির্জাপুর কুমুদিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাজেরা বেগমের মৃত্যু হয়।
সোমবার রাত পৌনে নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে হাসমত আলী ও রাত সাড়ে নয়টায় টাঙ্গাইল জেনারেল হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে কিতাব আলীর মৃত্যু হয়।
ওই হামলার পর প্রাণিসম্পদ কর্মকর্তা ও স্থানীয়রা মহিষটিকে ছুঁচালো বাঁশ দিয়ে খুঁচিয়ে ও পিটিয়ে হত্যা করে বলে ওসি নাসির জানান।