আওয়ামী ফ্যাসিস্ট সরকার ৫ম ও ৮ম শ্রেণির পাঠ্যপুস্তক থেকে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর জীবনী প্রত্যাহারের প্রতিবাদ ও একই সঙ্গে ৭ম থেকে ৯ম শ্রেণির বইয়ে বিষয়টি অন্তর্ভুক্তির দাবি জানিয়েছে ভাসানী অনুসারী পরিষদ।
শনিবার (২৬ অক্টোবর) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনের সড়কে এ দাবিতে তারা গণসমাবেশ করে।
এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হয়দার এবং গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতারা।
এতে সভাপতিত্ব করেন ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক ও গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু।
গণসমাবেশে বক্তব্য দেন ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব ড. আবু ইউসুফ সেলিমসহ সংগঠনের কেন্দ্রীয় নেতারা।
এ সময় বক্তারা বলেন, ৫ম ও ৮ম শ্রেণির পাঠ্যপুস্তক থেকে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর জীবনী প্রত্যাহার করা ঠিক হয়নি। আমরা এর প্রতিবাদ জানাই। অবিলম্বে ৭ম থেকে ৯মের পাঠ্যবইয়ে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর জীবনী অন্তর্ভুক্ত করতে হবে।