দৈনিক শিক্ষাডটকম ডেস্ক: পানি সংরক্ষণ, অপচয়রোধ এবং সঠিক ব্যবহার সম্পর্কে জনসচেতনতা সৃষ্টিতে নানা কর্মসূচি গ্রহণ করেছে জেসিআই ঢাকা হেরিটেজ। এই কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরের টঙ্গী শিল্প এলাকায় সম্প্রতি এক আলোচনা সভার আয়োজন করে সংগঠটি।
টঙ্গী থানার ৪৩ নম্বর ওয়ার্ড কমিশনার খালেদুর রহমান রাসেলের কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানের পানির ট্যাঙ্কগুলোর যন্ত্র স্থাপন কাজও শুরু করা হয়।
সংগঠনটি পানি ব্যবহারে দক্ষতা বাড়ানো ও পানি সংকটে ভুগছেন এমন মানুষের সংখ্যা কমানোর উদ্দেশ্য নিয়ে পরিচালিত হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর আতাউর রহমান মিটন।
এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি মুফতি মাহমুদুল হাসান, জেসিআই ঢাকা হেরিটেজ কর্মকর্তাদের মধ্যে স্থানীয় সহ-সভাপতি আহসানুল হক আদনান, মহাসচিব গাজী সানী ইসনাইন, স্থানীয় পরিচালক জুনাইদ হোসেন ও সাধারণ সদস্য ফারহান আহমেদ মজুমদার প্রমুখ।
পৃষ্ঠপোষতায় ছিলো বাঁধন কন্সট্রাকশন। এ সময় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক গোলাম মর্তুজা বাঁধন ও এ কেএএস- এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জেসিআই ঢাকা হেরিটেজের লোকাল প্রেসিডেন্ট মো. মোস্তাফিজুর রহমান খান রিমাজ অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন।
মূলত জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করার লক্ষ্যে বিভিন্ন মসজিদ, মাদরাসা ও বিদ্যালয়ে পানির স্তর নিয়ন্ত্রণকারী যন্ত্রস্থাপন করার মধ্যে দিয়ে সংগঠনের এই প্রকল্পটির কাজ শুরু হয়।