পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) কর্মরত দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা ও তৃতীয় শ্রেণির কর্মচারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা বৃহস্পতিবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। ইনষ্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ভার্চূয়াল ক্লাস রুমে দুইটি পর্বে ‘ওয়ার্কশপ অন অফিসিয়াল রুলস, রেগুলেশন এন্ড প্রটোকল, ডিউটিস এন্ড রেসপনসিবিলিটিস; ফাইল এন্ড রেকর্ড ম্যানেজমেন্ট এন্ড ফিজিওলজিক্যাল সেফটি এট ওয়ার্কপ্লেস ফর বেটার সার্ভিস ডেলিভারি’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল।
ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের পরিচালক অধ্যাপক ড. মো. শামীম রেজার সভাপতিত্বে এতে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের উপ-পরিচালক আ.ত.ম. আব্দুল্লাহেল বাকী ও সহকারী পরিচালক মো. মামুনুর রশিদ। শুভেচ্ছা বক্তব্য দেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. নূরে আলম ও অতিরিক্ত রেজিস্ট্রার কামরুল হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক আইকিউএসির অতিরিক্ত পরিচালক মো. আশফাকুর রহমান।