পামির মালভূমির পর্বতশৃঙ্গে অভিযানে যাচ্ছেন দুই বাংলার পর্বত আরোহীরা। মধ্য এশিয়ায় পামির পর্বতের দ্বিতীয় সর্বোচ্চ লেনিন শৃঙ্গে (৭১৩৪ মিটার) অভিযানে যাচ্ছেন তারা।
এভারেস্টজয়ী পর্বতারোহী দেবাশিস বিশ্বাস এবং মলয় মুখোপাধ্যায় এ উদ্যোগ নিয়েছেন। সঙ্গে জুটিয়ে নিয়েছেন বাংলাদেশের বাবর আলি এবং আহমেদ তানবিরকে। এছাড়া সঙ্গী হচ্ছেন বাষট্টি বছরের আরোহী কিরণ পাত্র।
জানা গেছে, মধ্য এশিয়ায় পামির পর্বতের দ্বিতীয় সর্বোচ্চ লেনিন শৃঙ্গে (৭১৩৪ মিটার) অভিযানে যাচ্ছেন পর্বতারোহীরা। কিরঘিজস্তান-তাজিকিস্তানের সীমান্তে অবস্থিত এই পর্বত শৃঙ্গ। এক সময় সোভিয়েত ইউনিয়নের সর্বোচ্চ শৃঙ্গ ছিলো এটি। লেনিনের নামে নামকরণ করা হয়েছিলো। সেই নামেই এখনো পরিচিত। তবে ২০০৬ খ্রিষ্টাব্দে তাজিকিস্তান এটির নাম বদলে রাখে ইবনে সিনা শৃঙ্গ।
১৯২৮ খ্রিষ্টাব্দে এই শৃঙ্গে প্রথম সফল পর্বত আরোহণ করেন অভিযাত্রীরা। এর ১৬টি রুটে একাধিক দেশের অভিযাত্রীরা সামিট করেছেন।
পর্বতারোহী মলয় মুখোপাধ্যায় বলেছেন, লেনিন খুব কঠিন না হলেও এখানে রয়েছে ক্রেভাস, থাকছে আচমকা খারাপ আবহাওয়ার ভ্রুকুটি, দীর্ঘ সামিট পুশের ক্লান্তি।
আগামী ২৫ জুন দিল্লি থেকে কিরঘিজস্তানের উদ্দেশে যাত্রা শুরু করবেন অভিযাত্রীরা।