ভারতের দেহরাদুনে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বেসরকারি কলেজের ৬ শিক্ষার্থীর। সোমবার দিবাগত রাতে এই দুর্ঘটনায় একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, এই ৭ জন বন্ধু ছিলেন। পার্টি শেষ করে গাড়িতে করে রাস্তায় আরেক গাড়ির সঙ্গে রেসে নামেন। এরপর ট্রাকের নিচে পড়ে তাদের গাড়ি।
জানা যায়, দুর্ঘটনায় আহত বন্ধুটি পার্টির আয়োজন করেছিলেন। এরপর তারা সবাই একটি টয়োটা ইনোভা গাড়িতে করে রাস্তায় বেরিয়ে পড়েন। এরপর একটি বিএমডব্লিউ গাড়ির সঙ্গে রেস শুরু করেন। ওই সময় গাড়িতে থাকা সবাই মদ্যপ অবস্থায় ছিলেন। রেসের সময় ট্রাকের নিচে চাপা পড়ে টয়োটা ইনোভা।
নিহত ও আহত সবার বয়স ২৫ বছরের কম বলে জানা গেছে। এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে, একটি সূত্রের বরাতে এনডিটিভি বলছে, দুর্ঘটনার সময় তাঁদের গাড়ির গতি স্বাভাবিকের চেয়ে বেশি ছিল।
ভারতীয় আরেক সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, দুর্ঘটনা এতটাই ভয়াবহ ছিল যে, গাড়ির ছাদ ও দুজনের মাথা ছিন্নভিন্ন হয়ে যায়। দুর্ঘটনার পর দেখা যায়, নিহতদের শরীরের বিভিন্ন অংশ ছড়িয়ে ছিটিয়ে ছিল। খুঁজে পাওয়া যাচ্ছিল না মাথা।
নিহতরা হলেন কুনাল কুকরেজা (২৩), অতুল আগারওয়াল (২৪) ও রিসাভ জেইন (২৪), নব্য গোয়েল (২৩), কামাক্ষী (২০), ও গুনীত (১৯)।
এরই মধ্যে এই ঘটনার বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। একটি ভিডিওতে দেখা যায়, ৭ জন বন্ধু মিলে মদপান করছিলেন। এদের মধ্যে মেয়ে বন্ধুও ছিলেন। তবে এসব তথ্য পুলিশের কাছ থেকে নিশ্চিত করা হয়নি।