দৈনিক শিক্ষাডটকম, বরিশাল : বরিশাল বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে একাডেমিক কার্যক্রম শেষ হওয়া শিক্ষার্থী, অনাবাসিক শিক্ষার্থী এবং বহিরাগত কোনো ব্যক্তির অবস্থান নিষিদ্ধ করা হয়েছে। গত ৫ ফেব্রুয়ারি দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়ার (ভারপ্রাপ্ত) সভাপতিত্বে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির ২৯তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহে একাডেমিক কার্যক্রম শেষ হওয়া শিক্ষার্থী, অনাবাসিক শিক্ষার্থী অথবা বহিরাগত কোনো ব্যক্তি অবস্থান করতে পারবে না সিদ্ধান্ত গ্রহণ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সভায় উপাচার্য উপস্থিত সকল হল প্রভোস্টদের এ বিষয়ে সর্বাত্মক সতর্কতা মেনে চলার নির্দেশনা প্রদান করেন এবং আবাসিক হলগুলোতে এ ধরনের কোনো শিক্ষার্থী বা বহিরাগত কোনো ব্যক্তি অবস্থান করলে তাদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন। তিনি আরো বলেন, এখন থেকে কোনো অবস্থাতেই বরিশাল বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে একাডেমিক কার্যক্রম শেষ হওয়া কোনো শিক্ষার্থী, অনাবাসিক শিক্ষার্থী অথবা বহিরাগত কোনো ব্যক্তি অবস্থান করতে পারবে না।