পিআইবির নতুন মহাপরিচালক আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন - দৈনিকশিক্ষা

পিআইবির নতুন মহাপরিচালক আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন

দৈনিক শিক্ষাডটকম প্রতিবেদক |

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালকের দায়িত্ব পেয়েছেন আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন। এর আগে তিনি পিআইবির সহযোগী সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। তিনি পিআইবির মহাপরিচালক হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করবেন। 

বৃহস্পতিবার (২২ আগস্ট) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে।  

জানা যায়, আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন ১৮তম বিসিএস (তথ্য–সাধারণ) ক্যাডারের কর্মকর্তা। অফিস আদেশে বলা হয় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর পরিচালক পদে প্রেষণে কর্মরত বিসিএস (তথ্য–সাধারণ) ক্যাডারের কর্মকর্তা আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিনকে বর্তমান দায়িত্বের অতিরিক্ত দায়িত্ব হিসেবে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর মহাপরিচালকের রুটিন দায়িত্ব দেয়া হলো।

মহাপরিচালক হিসেবে দায়িত্ব পাওয়া আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন এর আগে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের পরিচালক, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের পরিচালক, গণযোগাযোগ অধিদপ্তরের উপ-পরিচালক (কারিগরি) পদে দায়িত্ব পালন করেছেন।
 
এছাড়া চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের প্রকাশনা সচিত্র বাংলাদেশ-এর সম্পাদক, দিনাজপুর, চট্টগ্রাম, টাঙ্গাইল, জামালপুর ও পটুয়াখালীতে সিনিয়র তথ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। চাকরি জীবনে ১৯৯৯ খ্রিষ্টাব্দের জানুয়ারিতে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের স্ক্রিপ্ট রাইটার হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি চলচ্চিত্র নির্মাণ, প্রকাশনা ও সংবাদপত্র আইন বিষয়ে অভিজ্ঞ। গণমাধ্যম সহায়ক আইন, নীতি ও বিধি এবং দৈনন্দিন জীবনের আইন শীর্ষক তার বৃহৎ কলেবরের দুটি গ্রন্থ প্রকাশিত হয়েছে।

পিআইবি’র কর্মকর্তা- কর্মচারীরা পিআইবি’র সেমিনার কক্ষে মহাপরিচালক হিসেবে অতিরিক্ত দায়িত্ব পাওয়া আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সেখানে পিআইবি’র সাবেক মহাপরিচালক জাফর ওয়াজেদ ও তার অন্যতম সহযোগী পরিচালক (প্রশাসন) চলতি দায়িত্ব মো. জাকির হোসেনের দুর্নীত- অনিয়ম নিয়ে আলোচনা করা হয়।

উপস্থিত পিআইবি’র কর্মকর্তা- কর্মচারীরা দুর্নীতিগ্রস্ত পরিচালক (প্রশাসন) চলতি দায়িত্ব মো. জাকির হোসেনকে অপসারণ করে কর্মপরিবেশ ফিরিয়ে আনার দাবি জানান। দাবির প্রেক্ষিতে মহাপরিচালক জানান, আপনারা কর্মপরিবেশ ঠিক করুন আমি আপনাদের কর্মের মাধ্যমে সবকিছু সমাধানের চেষ্টা করবো। 

অনুষ্ঠানে পিআইবির গবেষণা ও তথ্য সংরক্ষণ বিভাগের পরিচালক ড. কামরুল হক, সহকারী সম্পাদক মো. মিজানুর রহমান, প্রশিক্ষক পারভীন সুলতান রাব্বী, সহকারী সম্পাদক শাহেলা আক্তার, সহকারী অধ্যাপক পংকজ কর্মকার, জ্যেষ্ঠ গবেষক কামরুন নাহার, প্রশিক্ষক মোহাম্মদ শাহ আলম, মোহমেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মোহাম্মদ আফতাব উদ্দীন ভূঁঞা, হিসাব সহকারী মিজানুর রহমান সরকারসহ পিআইবির সব কর্মকর্তা- কর্মচারী অংশগ্রহণ করেন। 

উল্লেখ্য, পিআইবির প্রভিডেন্ট ফান্ডের অর্থ আত্মসাৎ, অনিয়ম, দুর্নীতি ও প্রশাসনিক স্বেচ্ছাচারিতার সঙ্গে জড়িত জাফর ওয়াজেদ ও জাকিরের বিরুদ্ধে গত ৭ আগস্ট থেকে প্রতিদিন পিআইবিতে বিক্ষোভ ও কর্মবিরতিতে দীর্ঘদিন বৈষম্যের শিকার কর্মকর্তা-কর্মচারীরা। আন্দোলনের মুখে গত ১৩ আগস্ট পিআইবির মহাপরিচালক (ডিজি) জাফর ওয়াজেদ পদত্যাগ করেলেও তার অন্যতম সহযোগী পরিচালক (প্রশাসন) মো. জাকির হোসেন এখনো পদত্যাগ না করে নতুন প্রশাসনের সঙ্গে লবিং তদবিরে ব্যস্ত এবং আজ অবধি তিনি অফিসে যোগদান করেননি। 

বৃহস্পতিবার বৈষম্যের শিকার পিআইবি’র কর্মকর্তা-কর্মচারীরা পিআইবি চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু করে সার্কিটহাউস রোড ঘুরে পিআইবি চত্বরে এসে শেষ থামেন। সেখানে তারা পরিচালক (প্রশাসন) চলতি দায়িত্ব জাকিরের অপসারণ ছাড়া কর্মবিরতির ঘোষণা দেন।

 

শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।

দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল  SUBSCRIBE করতে ক্লিক করুন।

ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজ ঘেরাও শিক্ষার্থীদের - dainik shiksha ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজ ঘেরাও শিক্ষার্থীদের ঘুষকাণ্ডে গণধোলাই খাওয়া শিক্ষা মন্ত্রণালয়ের সেই কর্মকর্তা বললেন সব কয়টারে গু*লি কইরা মা*রমু - dainik shiksha ঘুষকাণ্ডে গণধোলাই খাওয়া শিক্ষা মন্ত্রণালয়ের সেই কর্মকর্তা বললেন সব কয়টারে গু*লি কইরা মা*রমু কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে - dainik shiksha কওমি মাদরাসা: একটি অসমাপ্ত প্রকাশনা গ্রন্থটি এখন বাজারে কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক - dainik shiksha কওমি মাদরাসা একটি অসমাপ্ত প্রকাশনার কপিরাইট সত্ত্ব পেলেন লেখক দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে - dainik shiksha দৈনিক শিক্ষার নামে একাধিক ভুয়া পেজ-গ্রুপ ফেসবুকে জাবি ছা*ত্রীর মৃত্যু: বিচারের দাবিতে প্রশাসনিক ভবনে তালা - dainik shiksha জাবি ছা*ত্রীর মৃত্যু: বিচারের দাবিতে প্রশাসনিক ভবনে তালা পাঁচ বিসিএসে ১৮ হাজার প্রার্থী নিয়োগ দেবে সরকার - dainik shiksha পাঁচ বিসিএসে ১৮ হাজার প্রার্থী নিয়োগ দেবে সরকার পবিপ্রবিতে র‍্যা*গিংয়ে হাসপাতালে ৩ শিক্ষার্থী, বহি*স্কার ৭ - dainik shiksha পবিপ্রবিতে র‍্যা*গিংয়ে হাসপাতালে ৩ শিক্ষার্থী, বহি*স্কার ৭ কওমি-আলিয়া মাদ্রাসার ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে - dainik shiksha কওমি-আলিয়া মাদ্রাসার ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে please click here to view dainikshiksha website Execution time: 0.00347900390625