পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পেয়েছেন বাংলাদেশ জাতীয় দলের টেস্ট ও টি-২০ অধিনায়ক সাকিব আল হাসান। বাবর আজমের নেতৃত্বে পেশোয়ার জালমিতে খেলবেন তিনি। সোমবার তার সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে পেশোয়ার।
মঙ্গলবার তারা নিশ্চিত করেছে যে, দলে যোগ দিতে ‘সুপারস্টার সাকিব’ করাচি পৌঁছেছেন। এক ফেসবুক পোস্টে পেশোয়ার জালমি বিষয়টি নিশ্চিত করেছে। সাকিবের সঙ্গে কিউই পেস অলরাউন্ডার জেমি নিশামের ছবি পোস্ট করেছে পেশোয়ার। লিখেছে যে, প্রথম ম্যাচের আগে দল যোগ দিতে করাচি পৌঁছেছেন সাকিব ও নিশাম।
শুধু সাকিব-নিশাম নয় পেশোয়ারে যোগ দিয়েছেন লঙ্কান মিডল অর্ডার ব্যাটার ভানুকা রাজাপাকশে। বিপিএল খেলতে সাকিবের দল বরিশালে যোগ দিয়েছিলেন ভানুকা। এলিমিনেটরে সাকিবের বরিশাল বিদায় নেয়ায় তিনি চলে গেছেন পাকিস্তানে।
বিপিএলের মুজিব উরও আছেন পিএসএলে। পিএসএলের অষ্টম আসর শুরু হয়েছে গতকাল সোমবার। দ্বিতীয় দিন করাচি কিংসের বিপক্ষে মাঠে নামবে পেশোয়ার। ওই ম্যাচে সাকিব খেলতে পারবেন কিনা তা নিশ্চিত নয়। ১ মার্চ থেকে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজ আছে। সাকিব ২৬ মার্চ পর্যন্ত পিএসএল খেলতে পাকিস্তানে থাকতে পারেন বলে জানা গেছে।