পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক চেয়ারম্যান শাহরিয়ার খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। লাহোরে শনিবার নিজ বাসায় ৮৯ বছর বয়সে মারা যান তিনি। পিসিবি এক বিবৃতিতে মৃত্যুর খবরটি জানিয়েছে।
শাহরিয়ার খান পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রভাবশালী চেয়ারম্যান হিসেবে বেশ পরিচিত ছিলেন। তিনি পিসিবির দুইবারের চেয়ারম্যান। প্রথম মেয়াদে ২০০৩ খ্রিষ্টাব্দের ডিসেম্বর থেকে ২০০৬ খ্রিষ্টাব্দের অক্টোবর পর্যন্ত দায়িত্বে ছিলেন তিনি।
দ্বিতীয়বার ২০১৪ খ্রিষ্টাব্দের আগস্ট থেকে ২০১৭ খ্রিষ্টাব্দের আগস্ট পর্যন্ত। তাছাড়া টিম ম্যানেজারের দায়িত্বও পালন করেছেন তিনি। একবার ১৯৯৯ খ্রিষ্টাব্দে ভারত সফরে। আরেকবার ২০০৩ বিশ্বকাপে।
কূটনীতিক হিসেবেও পাকিস্তানে খ্যাতি কুড়িয়েছেন শাহরিয়ার। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বও পালন করেছেন তিনি। ১৯৩৪ খ্রিষ্টাব্দের ২৯ মার্চ ভারতের লক্ষ্মৌতে জন্ম শাহরিয়ারের। শৈশবে পড়াশোনাও করেছেন সেখানেই। উচ্চশিক্ষা নিয়েছেন ইংল্যান্ডে এবং ১৯৪৭ খ্রিষ্টাব্দে দেশভাগের পর পাকিস্তানে চলে যান।