বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার পদে পুনরায় যোগদান করেছেন মো. মনিরুল ইসলাম। বুধবার ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সুপ্রভাত হালদার স্বাক্ষরিত এক চিঠিতে তার (মনিরুল ইসলাম) যোগদানের বিষয়টি জানানো হয়। ২০১৮ খ্রিষ্টাব্দে যৌন কেলেঙ্কারির বিতর্কে তিনি চাকরিচ্যুত হন। পরে আদালতের রায় নিয়ে কয়েকবার যোগদানের চেষ্টা করেও ব্যর্থ হন তিনি।
সুপ্রভাত হালদার স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, মো. মনিরুল ইসলামের ২৪ আগস্ট যোগদানের আবেদনের পরিপ্রেক্ষিতে ৪ অক্টোবর অপরাহ্ন থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার পদে তার যোগদান কার্যকর করা হলো।
জানতে চাইলে মো. মনিরুল ইসলাম দৈনিক শিক্ষাডটকমকে বলেন, আদালতের রায় থাকার পরও আমাকে দীর্ঘদিন কর্মস্থলে যোগদান করতে দেয়া হয়নি। এতোদিন পর হলেও আমি নিজ কর্মস্থলে যোগদান করতে পেরেছি এজন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা।
প্রসঙ্গত, ২০১৮ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বরের বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) তৎকালীন রেজিস্ট্রার মনিরুল ইসলামের একটি অশ্লীল ভিডিও ফুটেজ ভাইরাল হওয়ার পর এ নিয়ে ক্যাম্পাসে তোলপাড় শুরু হয়। রেজিস্ট্রারের বিরুদ্ধে তখন অভিযোগ ওঠে– তিনি বিশ্ববিদ্যালয়ের একজন নারী কর্মকর্তাকে উদ্দেশ করে নিজেই ওই অশ্লীল ভিডিওটি প্রকাশ করেন। ঘটনার সুষ্ঠু তদন্ত ও রেজিস্ট্রারের বিচারের দাবিতে সেসময় ক্যাম্পাসে মানববন্ধন করে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। যদিও এসব অভিযোগ অস্বীকার করে আসছেন রেজিস্ট্রার মনিরুল ইসলাম।