সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে ছয় ঘণ্টা ধরে চলা রাজধানীর নীলক্ষেত মোড়ের অবরোধ প্রত্যাহার করেছে একদল চাকরিপ্রার্থী।
শুক্রবার রাত ১১টার দিকে আগামী সোমবার আলোচনায় বসে দাবি পূরণের বিষয়টির সমাধান করা হবে এমন আশ্বাসে অবরোধ অবরোধ তুলে নেন চাকরিপ্রার্থীরা। এর আগে তারা ‘চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদ, ব্যানারে বিকেল পৌনে ৫টার দিকে তাদের এ কর্মসূচি শুরু করা হয়।
এতে আজিমপুর-সায়েন্সল্যাব সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে রাস্তায় যানজট সৃষ্টি হয়। বিকল্প হিসেবে আজিমপুর থেকে পলাশী হয়ে নিউমার্কেট থানার সামনে দিয়ে কাঁটাবন হয়ে গাড়ি চলাচলের ব্যবস্থা করা হয়।
বিষয়টি জানিয়ে নিউমার্কেট থানার অতিরিক্ত উপকমিশনার শাহেনশাহ মাহমুদ বলেন, আমরা আগামী সোমবার তাদের সঙ্গে আলোচনায় বসব। তাদের দাবির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর সর্বোচ্চ চেষ্টা করবো।
এদিকে সংগঠনটির আহ্বায়ক শরীফুল ইসলাম শুভ বলেন, আশ্বাসের পরিপ্রেক্ষিতে আমরা অবরোধ প্রত্যাহার করেছি। আমরা অনশন ভেঙেছি। এ কয়দিন আমরা রাজু ভাস্কর্যে অবস্থান নেব। আমাদের দাবি মেনে নেওয়া না হলে আমরা শাহবাগে বসে পড়বো।
এর আগে গত কয়েকদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আমরণ অনশন করছিলেন আন্দোলনকারীরা।
এদিকে আন্দোলনকারীদের একজন আরিফা আক্তার বলেন, অনেক দিন ধরে চাকরিতে প্রবেশের বয়সসীমা ন্যূনতম ৩৫ করার দাবিতে আন্দোলন করছি। কিন্তু বার বার আমাদের মিথ্যা আশ্বাস দেওয়া হয়েছে। আমাদের ওপর অযৌক্তিক হামলা চালানো হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে।
আরিফা আক্তার বলেন, গত ৮ অক্টোবর রমনা থানার এডিসি প্রধানমন্ত্রী বা তার কার্যালয়ের কারও সঙ্গে সাক্ষাৎ করিয়ে দিবেন বলে আশ্বাস দিয়েছিলেন। কিন্তু সময়সীমা পার হলেও সেই আশ্বাসের কোনো প্রতিফলন নেই। তাই আমরা অবরোধ দিয়েছি।