কোটা সংস্কারের দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সড়ক অবরোধ করেছেন চট্টগ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় প্রায় ৪০ মিনিট ধরে পুলিশের মুখোমুখি অবস্থান করেন তারা। শিক্ষার্থীরা পুলিশের বাধা ভেঙে নগরীর ষোলশহর রেল স্টেশন থেকে মিছিল নিয়ে দুই নম্বর গেট এলাকার দিকে যায়।
বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটলের পুরাতন স্টেশন থেকে মিছিল নিয়ে বের হয়ে ষোলশহরে পৌঁছায়। এ সময় পুলিশ তাদের বাধা দেয় এবং সড়ক অবরোধে বারণ করে।
সেখানে তারা কোটা সংস্কারের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পুলিশ একপর্যায়ে তাদেরকে স্টেশন থেকে সড়কে নামতে না দিলে তারা পুলিশের বাধা ভেঙে সড়কে নেমে আসেন। এবং মিছিল নিয়ে দুই নম্বর গেট এলাকার দিকে যান।
এ রিপোর্ট লেখা পর্যন্ত আন্দোলনকারীরা দুই নম্বর গেটের গোলচত্বরে অবস্থান নিয়েছে। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে চাচ্ছে। এ সময় তারা নগরীর বিভিন্ন গলিতে ছুটে যায়। দৌড়াতে গিয়ে একপর্যায়ে কোটা সংস্কার আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক রাফি পড়ে গিয়ে আহত হন। পরবর্তীতে তিনিসহ আন্দোলনকারীরা আবার পুলিশের মুখোমুখি হয়।