নওগাঁর ধামইরহাটে পুলিশ কনস্টেবল পদে নিয়োগের ভুয়া নিয়োগপত্র দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে মো. মাজিদুল ইসলাম (৩৫) নামের এক যুবককে আটক করেছে র্যাব। গতকাল বুধবার রাতে ধামইরহাট থানার ফতেপুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. মোস্তফা জামান এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এএসপি মো. মাসুদ রানার জানান, বুধবার রাত পৌনে ৯ টার দিকে জেলার সাপাহার থানার কোচ কুড়লিয়া গ্রামের মো. আবুল কাসেমের ছেলে মো. মাজিদুল ইসলামকে আটক করা হয়।
র্যাব আরও জানায়, মোঃ মাজিদুল ইসলাম ২-৩ জনের একটি সিন্ডিকেটের মূলহোতা। সে নিজেকে বাংলাদেশ আনসারের সার্কেল এ্যাডজুটেন্ট হিসেবে পরিচয় দেন। তারা ২০১৯ খ্রিষ্টাব্দ থেকে প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত। তারা অবৈধ নিয়োগের মিথ্যা আশ্বাস দিয়ে বা কখনো কখনো জাল নিয়োগপত্র দেয়ার মাধ্যমে প্রার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন এবং পলাতক আসামি সাইফুল ইসলাম নিজেকে মালিবাগ সিআইডি অফিসে ভুয়া উপপুলিশ পরিদর্শক পরিচয় দেন। তিনিও এই দলের একজন সক্রিয় সদস্য। ২০২১ খ্রিষ্টাব্দে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে চাকরি দেওয়ার জন্য এক প্রার্থীর কাছ থেকে সাড়ে ৭ লাখ টাকা নেয় এবং জাল নিয়োগপত্র দেয়। পরে কনস্টেবল পদে যোগ দিতে যাওয়ার সময় ওই প্রার্থী ভুয়া নিয়োগপত্রের কথা জানতে পারেন।
র্যাব জানিয়েছে, আটক মো. মাজিদুল ইসলামের বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়ের করা হয়েছে।